নয়াদিল্লি, 3 জুন : সারা দেশে করোনার অতিমারির দ্বিতীয় ঢেউয়ে 624 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷ যার মধ্যে সর্বাধিক চিকিৎসকের মৃত্যু হয়েছে রাজধানী দিল্লিতে ৷ আজ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ মোট 109 জন চিকিৎসক দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন গত কয়েক সপ্তাহে ৷ যার পরেই রয়েছে বিহার ৷ সেখানে 96 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনায় ৷
প্রসঙ্গত, করোনায় সবচেয়ে বিধ্বস্ত হয়েছে মহারাষ্ট্র ৷ সর্বোচ্চ সংক্রমণ এমনকি মৃত্যুর হারও সবচেয়ে বেশি ছিল সেখানে ৷ কিন্তু, মন্দের ভাল অতিমারির এই দ্বিতীয় ঢেউয়ে চিকিৎসকের মৃত্যু সবচেয়ে কম হয়েছে মহারাষ্ট্রে ৷ 23 জন চিকিৎসক সে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ করোনা সংক্রমণে দ্বিতীয় ঢেউয়ে উত্তরপ্রদেশে 79 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷ একই ভাবে রাজস্থানে 43 জন, ঝাড়খণ্ড 39 জন, অন্ধ্রপ্রদেশে 34 জন, তেলাঙ্গানায় 32 জন এবং গুজরাতে 31 জন চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷