বেঙ্গালুরু, 10 নভেম্বর: নদপ্রভু কেম্পেগৌড়ার 108 ফুটের মূর্তি উন্মোচন (Statue of Kempegowda) করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ যা ইতিমধ্যে 'ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস'-এ (World Book of Records) জায়গা করে নিয়েছে ৷ তাদের তথ্য অনুসারে এটি একজন শহর প্রতিষ্ঠাতার প্রথম এবং সবচেয়ে উচু ব্রোঞ্জের মূর্তি (First and Tallest bronze statue) । এটিকে 'সমৃদ্ধির মূর্তি' (Statue of Prosperity) বলা হচ্ছে ৷ মূর্তিটি বেঙ্গালুরুর উন্নতিতে শহরের প্রতিষ্ঠাতা কেম্পেগৌড়ার অবদানকে স্মরণ করার জন্য তৈরি করা হয়েছে ।
কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই (Karnataka Chief Minister Basavaraj Bommai) বুধবার 'ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস'-এর একটি শংসাপত্র-সহ টুইট করেছেন । তিনি লেখেন, "আমাদের জন্য গর্বের বিষয় যে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস অনুসারে সমৃদ্ধির মূর্তি হল এটি ৷ একটি শহরের প্রতিষ্ঠাতার প্রথম (Founder of a city) এবং উচ্চতম ব্রোঞ্জের মূর্তি এটি । বেঙ্গালুরুর প্রতিষ্ঠাতা কেম্পেগৌড়ার প্রতি যথাযথ শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে এই 108 ফুটের মূর্তির মাধ্যমে । এটি একটি গ্লোবাল সিটি (Global City) তৈরিতে তাঁর দৃষ্টিভঙ্গির প্রতীক ৷"
220 টন ওজনের মূর্তিটি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে (Kempegowda International Airport) স্থাপন করা হয়েছে । এতে 4 টন ওজনের একটি তলোয়ার রয়েছে । মূর্তি ছাড়াও প্রকল্পটিতে একটি হেরিটেজ থিম পার্ক রয়েছে ৷ যা 23 একর জমি জুড়ে 16 শতকের সর্দারকে উৎসর্গ করা হয়েছে ৷ যার জন্য সরকারের প্রায় 84 কোটি টাকা খরচ হয়েছে ।