নয়াদিল্লি, 3 অক্টোবর:মোট 107 জন বর্তমান সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য বা হেট স্পিচের মামলা রয়েছে ৷ এর মধ্যে সর্বাধিক হল বিজেপির রাজনীতিক ৷ মঙ্গলবার এ কথা জানাল দিল্লির অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ (নিউ)৷ তারা জানিয়েছে, 480 জন প্রার্থীর বিরুদ্ধে ঘোষিত মামলা থাকা সত্ত্বেও তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৷
বর্তমান সাংসদ ও বিধায়ক এবং বিধানসভা ও লোকসভায় অসফল প্রার্থী-সহ 4,768 জন প্রার্থীর স্বঘোষিত হলফনামা বিশ্লেষণ করে এই রিপোর্ট প্রকাশ করেছে এডিআর এবং নিউ । দেখা গিয়েছে যে, 33 জন বর্তমান সাংসদ এবং 74 জন বর্তমান বিধায়ক তাঁদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের মামলা থাকার কথা স্বীকার করেছেন ।
রাজ্য-ভিত্তিক তালিকায় সবার শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ ৷ সেখানে সবচেয়ে বেশি 16 জন প্রার্থীর (7 সাংসদ এবং 6 জন বিধায়ক) বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্য রাখার মামলা রয়েছে ৷ তার পরেই স্থান বিহারের ৷ সেখানে 12 জন প্রার্থীর বিরুদ্ধে এমন মামলা রয়েছে ৷ তালিকায় তিন নম্বরে আছে তামিলনাড়ু ও তেলেঙ্গানা, তাদের নয় জন প্রার্থীর বিরুদ্ধে এমন মামলা রয়েছে । এই ধরনের প্রার্থীর সংখ্যা সবচেয়ে কম কেরলে, সেখানকার মাত্র একজন সাংসদের বিরুদ্ধে হেট স্পিচের মামলা রয়েছে ৷