পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kerala Literacy Mission: বয়স সংখ্যামাত্র, সাক্ষরতা পরীক্ষায় 100-য় 89 পেয়ে নজির শতায়ু বৃদ্ধার

ঐতিহ্যের ধারা মেনে এ বছরও সাক্ষরতা পরীক্ষা আয়োজিত হয়েছে কেরালায় ৷ তার জেরেই পড়াশোনার জগতে হাতেখড়ি হয়েছে কুট্টিয়াম্মার ৷ সাদা কাগজে পেনসিলের আঁচড় কেটে অক্ষর আঁকা শিখেছেন তিনি ৷ পড়া বুঝে উত্তর দিতেও শিখেছেন ৷ আর তাতেই কৃতী ছাত্রী হিসেবে উঠে এসেছেন শতায়ু এই বৃদ্ধা ৷

104-years-old-kuttiyamma-scores-89-in-100-in-kerala-state-literacy-missions-test
কুট্টিয়াম্মা ৷

By

Published : Nov 13, 2021, 6:47 PM IST

কোট্টায়ম (কেরালা), 13 নভেম্বর : বয়স 100-র কোটা পার করেছে । কিন্তু শিশুসুলভ সারল্যটুকু যেন বেড়েছে বই কমেনি । তাই স্থান-কাল-পাত্রের ফারাক বোঝেন না ৷ মনে ফূর্তি হলেই ফোকলা দাঁতে একগাল হেসে ওঠেন খিল খিল করে ৷ তবে শুধুই হাসি নয়, কঠিন অধ্যাবসায়ও রয়েছে ৷ তাতেই গোটা রাজ্যের মন জিতে নিলেন কুট্টিয়াম্মা ৷

নয় নয় করে জীবনের 104টি বসন্ত পার করেছেন কুট্টিয়াম্মা ৷ বার্ধক্যের ছাপ পড়েছে চেহারায় ৷ শ্রবণশক্তি কার্যত হারিয়েছেন ৷ তাই এই করোনার সময়ও তাঁর গা ঘেঁষেই দাঁড়াতে হয় ৷ কানের কাছে মুখ রেখে উঁচু গলায় কথা বলতে হয় সামনের জনকে ৷ তবেই প্রতিক্রিয়া মেলে ৷ কিন্তু বার্ধক্যজনিত এই ‘অক্ষমতা’ নিয়েই অসম্ভবকে সম্ভব করলেন কুট্টিয়াম্মা ৷

ঐতিহ্যের ধারা মেনে এ বছরও সাক্ষরতা পরীক্ষা আয়োজিত হয়েছে কেরালায় ৷ তার জেরেই পড়াশোনার জগতে হাতেখড়ি হয়েছে কুট্টিয়াম্মার ৷ সাদা কাগজে পেনসিলের আঁচড় কেটে অক্ষর আঁকা শিখেছেন তিনি ৷ পড়া বুঝে উত্তর দিতেও শিখেছেন ৷ আর তাতেই কৃতী ছাত্রী হিসেবে উঠে এসেছেন শতায়ু এই বৃদ্ধা ৷

আরও পড়ুন:Mahua Moitra : গোয়ায় তৃণমূলের দায়িত্বে মহুয়া

রাজ্য সাক্ষরতা পরীক্ষায় 100-র মধ্যে 89 পেয়েছেন কুট্টিয়াম্মা ৷ এ যাবৎ স্কুলে না গেলেও, বর্তমানে তিনি চতুর্থ শ্রেণির প্রশ্নপত্রের উত্তর লিখতে সক্ষম ৷ ইতিহাস শিখেছেন অল্পবিস্তর ৷ দিব্যি আওড়ে ফেলেন কবিতার লাইনও , যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয় পরীক্ষকদেরও ৷ তবে কুট্টিয়াম্মা সেই অমায়িকই রয়েছেন ৷ শুধু প্রশংসা শুনলেই কোঁচকানো চামড়ায় চোখ ঢেকে যায় ৷ খিল খিল করে হেসে ওঠেন ৷

কুন্নুমপুরম অঙ্গনওয়াড়ির ঘরে প্রবীণা সহপাঠীদের সঙ্গে একসঙ্গে বসেই পরীক্ষা দিয়েছেন কুট্টিয়াম্মা ৷ কিন্তু বাকিদের তুলনায় চোখা প্রশ্নের জবাব দেওয়ায় 10 কদম এগিয়ে তিনি ৷ খাতা জমা দেওয়ার পর পরীক্ষক জানতে চেয়েছিলেন, ‘কী মনে হচ্ছে ৷ কেমন পরীক্ষা দিয়েছেন ৷' ফোকলা দাঁতে একমুখ হেসে জবাব কুট্টিয়াম্মার, ‘আমি তো যা জানতাম লিখেছি ৷ এ বার নম্বর দেওয়ার পালা আপনার ৷’

মাত্র 16 বছর বয়সে বিয়ে হয় কুট্টিয়াম্মার ৷ স্বমী টি কে কোন্থি আয়ুর্বেদিক পণ্যের দোকানে কাজ করতেন ৷ 2002 সালে কুট্টিয়াম্মাকে ছেড়ে না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি ৷ মোট চার সন্তান কুট্টিয়ামার জানকী, গোপালন, রাজাপ্পান এবং রবীন্দ্রন ৷ এর মধ্যে রাজাপ্পানও আর বেঁচে নেই ৷

আরও পড়ুন:Top Maoist Leader Arrested: ধৃত মাওবাদী নেতা প্রশান্ত বসু ওরফে কিষানদা, মাথার দাম ঘোষণা করা হয়েছিল 1 কোটি টাকা

বর্তমানে গোপালনের সংসারেই থাকেন কুট্টিয়াম্মা ৷ জীবনে কখনও স্কুলে না গেলেও, একটু আধটু পড়েত পারতেন ৷ তবে লিখতে পারতেন না ৷ সাক্ষরতা অভিযানে নাম ওঠার পর তাই বাড়ির লোক চিন্তায় ছিলেন ৷ কিন্তু কুট্টিয়াম্মা বিন্দুমাত্র ঘাবড়ে যাননি । বরং করোনার মধ্যে দু’বেলা বাড়িতেই পড়াশোনা করতেন ৷ সরকারি শিক্ষক এসে চিনিয়ে দিয়ে যেতেন অক্ষর ৷ তাতেই প্রমাণ করে দিলেন, বয়স সংখ্যামাত্রই ৷

কুট্টিয়াম্মার প্রশংসা করেছেন কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি ৷

ABOUT THE AUTHOR

...view details