বেঙ্গালুরু, 14 মে: এক সময় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশের স্বাধীনতার জন্য লড়েছেন ৷ এবার লড়াই কোভিড-19-এর বিরুদ্ধে, তাও জিতে বাড়ি ফিরলেন, গান্ধি-অনুগামী এইচ এস দোরস্বামী, 103 বছর বয়সে ৷ বুধবার বাড়ি ফিরে শতায়ু এই গান্ধি অনুগামী বলেন, "পাঁচ দিন আগে আমার কিছু লক্ষণ দেখা দিয়েছিল, কিন্তু তেমন কোনও জটিলতা দেখা দেয়নি ৷ তবু, আমি হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে ৷ এবার আমি ছাড়া পেয়ে গিয়েছি ৷"
জানা গিয়েছে, স্বশাসিত সরকারি হাসপাতাল "শ্রী জয়দেব ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার সায়েন্সেস অ্যান্ড রিসার্চ" (এসজেআইসিএসআর)-এ ভর্তি হয়েছিলেন তিনি ৷ এই হাসপাতালের ডিরেক্টর হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সি এন মঞ্জুনাথ নিজে ব্যক্তিগত ভাবে তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন ৷ তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার জামাই ৷