পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

101 Mann Ki Baat: 'নির্ভীক সাভারকর দাসত্ব পছন্দ করতেন না', মন কি বাতে দাবি মোদির - savarkar jayanti

আজ মন কি বাত-এর 101 তম পর্ব ছিল ৷ আর রবিবার সকালেই প্রধানমন্ত্রী নয়া সংসদ ভবনের উদ্বোধন করেছেন ৷ 28 মে আরও অনেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ ৷ সে সব নিয়ে মনের কথা তুলে ধরলেন তিনি ৷

ETV Bharat
মন কি বাত

By

Published : May 28, 2023, 1:03 PM IST

নয়াদিল্লি, 28 মে: নয়া সংসদ ভবনের উদ্বোধনের দিনে আবারও দেশকে তাঁর মনের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এটি অনুষ্ঠানের 101তম পর্ব ৷ প্রসঙ্গত, আজ বিনায়ক দামোদর সাভারকরের জন্মজয়ন্তী ৷ 1883 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তিনি ৷ 'মন কি বাত' অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী ৷ মোদি জানান, সাভাকর ছিলেন দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী ৷ পাশাপাশি তিনি নির্ভীক ছিলেন বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তাছাড়া সাভরকর দাসত্বের মানসিকতা একেবারে পছন্দ করতেন না ৷

ভারতের স্বাধীনতা সংগ্রামে সাভারকরের অবদান নিয়ে বিতর্ক রয়েছে ৷ বিশেষ করে আন্দামানের সেলুলার জেল থেকে তাঁর ছাড়া পাওয়া এরং তার পরবর্তী সময়ে সাভারকের ভূমিকা নিয়ে প্রশ্নের অবকাশ খুঁজে পান অনেকেই । কিন্তু তাঁর জন্মদিনে প্রধানমন্ত্রী তাঁর সম্পর্কে বলেন, "শুধুমাত্র দেশের স্বাধীনতা আন্দোলনই নয়, সমাজে সাম্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্যও সাভারকরের অবদান আজও স্মরণীয় ৷"

4 জুন সন্ত কবীরদাসের জন্মজয়ন্তী ৷ সে কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, কবীরদাসের দেখানো পথ আজও সমান প্রাসঙ্গিক ৷ সন্ত কবীর সমাজে বিভাজন সৃষ্টিকারী প্রতিটি কুপ্রথার বিরোধিতা করেছেন ৷ প্রধানমন্ত্রী বলেন, "আজ দেশের উন্নয়নের সময় আমরা সন্ত কবীরকে দেখে অনুপ্রেরণা পাচ্ছি ৷"

এরই পাশাপাশি আজ দক্ষিণ ভারতের বিখ্যাত অভিনেতা তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটি রামারাওয়ের 100তম জন্মজয়ন্তী ৷ তাঁর প্রতিও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি জানান, তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা এনটি রামারাও ওরফে এনটিআর তিনশোর বেশি সিনেমায় কাজ করেছেন ৷ ভগবান কৃষ্ণ থেকে শুরু করে ভগবান রামের মতো বহু ধর্মীয় চরিত্রে অভিনয় করে তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন ৷ অভিনয় জগতের পাশাপাশি রাজনীতিতেও তিনি নিজের জন্য পৃথক জায়গা করেছেন ৷

অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী 1965 সালে বলা 'জয় জওয়ান জয় কিষাণ' স্লোগানেরও উল্লেখ করেন মোদি ৷ এর সঙ্গে আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির 'জয় বিজ্ঞান'-এর কথাও স্মরণ করিয়ে দেন ৷ এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, তিনি এর সঙ্গে 'জয় অনুসন্ধান' স্লোগানটি যুক্ত করেছেন ৷ এবারের মন কি বাতে তিনি জল সংরক্ষণের উপর জোর দেন ৷ তরুণদের জন্য যুব সঙ্গম প্রকল্পের কথা তুলে ধরেন ৷

আরও পড়ুন: 'স্বৈরাচারী প্রধানমন্ত্রী নিজের ঢাক পেটাতে ব্যস্ত', তীব্র আক্রমণ জয়রামের

ABOUT THE AUTHOR

...view details