কামারেডি (তেলেঙ্গানা), 3 নভেম্বর: চলতি মাসের শেষদিন তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন ৷ আজ, শুক্রবার থেকে শুরু হল মনোনয়ন প্রক্রিয়া ৷ সেই প্রক্রিয়ার শুরুতেই দক্ষিণ ভারতের ওই রাজ্যের পোলট্রি চাষিরা সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সেখানকার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর উদ্দেশ্যে ৷ তাঁর বিরুদ্ধে 100 জন পোলট্রি চাষি এবার নির্বাচনে প্রার্থী হতে চলেছেন ৷ বৃহস্পতিবার এক সমাবেশ থেকে তাঁরা এই ঘোষণা করেছেন ৷
কে চন্দ্রশেখর রাও, যিনি রাজনীতিতে কেসিআর নামেই বেশি পরিচিত, তিনি এবার তেলেঙ্গানার ভোটে দু’টি আসনে প্রার্থী হয়েছেন ৷ সেই আসন দু’টির একটি কামারেডি ৷ সেই আসনেই কেসিআর-এর বিরুদ্ধে 100 জন পোলট্রি চাষি প্রার্থী হবেন বলে জানা গিয়েছে ৷
বৃহস্পতিবার কামারেডির জেলা সদরে পোলট্রি ফার্মার্স অ্যাসোসিয়েশনের তরফে এক সমাবেশ করা হয় ৷ সেখানে ওই সংগঠনের রাজ্য সভাপতি ভেঙ্কট রেড্ডি ও জেলা সভাপতি ভেঙ্কট রাও এবং ইন্ট্রিগ্রেটেড ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রীনিবাস রেড্ডি-সহ অন্যরা অংশ নেন ৷ তাঁরা ওই সমাবেশ থেকে কেসিআর-এর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করেন ৷