নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর:ভবিষ্যতে কোকেরনাগের মতো জঙ্গি হামলার ঘটনা এড়াতে কাশ্মীরে 100 জন বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কোবরা কমান্ডোকে কাশ্মীরে মোতায়েন করল সিআরপিএফ ৷
ইটিভি ভারতকে এই বিষয়ে একজন শীর্ষ সিআরপিএফ আধিকারিক জানিয়েছেন, এই কোবরা কমান্ডোরা অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কাশ্মীরে তল্লাাশি অভিযানে অংশ নেবে ৷ বিশেষত পাহাড়ি এলাকা ও ঘন জঙ্গলে অভিযানের সময় এই কোবরা কমান্ডরা সাহায্য করবেন বলে এই সিআরপিএফ আধিকারিক জানিয়েছেন ৷ তিনি আরও জানান, অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে তল্লাশি অভিযানে যোগ দেওয়ার পাশাপাশি, প্রয়োজনে জঙ্গিদের বিরুদ্ধে আক্রমণেও নামবে এই বিশেষ প্রশিক্ষিত কোবরা বাহিনী ৷
জানা গিয়েছে, সিআরপিএফ এর এই বিশেষ প্রশিক্ষিত কোবরা বাহিনী জঙ্গলে যুদ্ধ ও গেরিলা কায়দায় আক্রমণের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত ৷ মূলত মাওবাদী দমন অপারেশনে এই বাহিনী ব্যবহার করা হয়ে থাকে ৷ সূত্রের খবর, পাক মদতপুষ্ট জঙ্গিরা তাদের নাশকতার কায়দা বদল করায়, সরকারকেও কাশ্মীরে এই কোবরা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে হয়েছে ৷