পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cobra Commandos in Kashmir: মাওবাদী দমনে অভিজ্ঞ কোবরা বাহিনী এবার কাশ্মীরের জঙ্গি দমন অভিযানে - কাশ্মীরে কোবরা জওয়ান

মাওবাদী দমনে অভিজ্ঞ সিআরপিএফ এর কোবরা বাহিনীকে এবার কাশ্মীরে মোতায়েন করা হল জঙ্গি দমনের জন্য ৷ জানাচ্ছেন ইটিভি ভারতের প্রতিনিধি গৌতম দেবরায় ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 10:46 PM IST

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর:ভবিষ্যতে কোকেরনাগের মতো জঙ্গি হামলার ঘটনা এড়াতে কাশ্মীরে 100 জন বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কোবরা কমান্ডোকে কাশ্মীরে মোতায়েন করল সিআরপিএফ ৷

ইটিভি ভারতকে এই বিষয়ে একজন শীর্ষ সিআরপিএফ আধিকারিক জানিয়েছেন, এই কোবরা কমান্ডোরা অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কাশ্মীরে তল্লাাশি অভিযানে অংশ নেবে ৷ বিশেষত পাহাড়ি এলাকা ও ঘন জঙ্গলে অভিযানের সময় এই কোবরা কমান্ডরা সাহায্য করবেন বলে এই সিআরপিএফ আধিকারিক জানিয়েছেন ৷ তিনি আরও জানান, অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে তল্লাশি অভিযানে যোগ দেওয়ার পাশাপাশি, প্রয়োজনে জঙ্গিদের বিরুদ্ধে আক্রমণেও নামবে এই বিশেষ প্রশিক্ষিত কোবরা বাহিনী ৷

জানা গিয়েছে, সিআরপিএফ এর এই বিশেষ প্রশিক্ষিত কোবরা বাহিনী জঙ্গলে যুদ্ধ ও গেরিলা কায়দায় আক্রমণের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত ৷ মূলত মাওবাদী দমন অপারেশনে এই বাহিনী ব্যবহার করা হয়ে থাকে ৷ সূত্রের খবর, পাক মদতপুষ্ট জঙ্গিরা তাদের নাশকতার কায়দা বদল করায়, সরকারকেও কাশ্মীরে এই কোবরা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে হয়েছে ৷

আরও পড়ুন: সিং পরিবারের তৃতীয় প্রজন্মের সৈনিক মনপ্রীত প্রাণ দিলেন দেশরক্ষার লড়াইয়ে

উল্লেখ্য, চলতি মাসে অনন্তনাগের কোকেরনাগ এলাকায় লস্কর-ই-তৈবার এক জঙ্গি হানায় একজন কর্নেল ও মেজর-সহ 4 জন জওয়ান প্রাণ হারান ৷ ঘন জঙ্গলের আড়াল থেকে জঙ্গিরা এই আক্রমণ করে ৷ জম্মু-কাশ্মীরের একজন ডিএসপির ও মৃত্যু হয় সেই জঙ্গি হানায় ৷ সিআরপিএফ আধিকারিক জানিয়েছেন, বর্তমানে জম্মু-কাশ্মীরে 111 জন জঙ্গি সক্রিয় আছে, যাদের মধ্যে 71 জন বিদেশি ৷ 2022 সালে এখানে 137 জন জঙ্গি সক্রিয় ছিল, যাদের মধ্যে 55 জন স্থানীয় ৷ 2023 সালে এখনও পর্যন্ত 47 জন জঙ্গির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 38 জন বিদেশি ৷ চলতি বছরে এখনও পর্যন্ত 204 জন জঙ্গি ধরা পড়েছে জম্মু-কাশ্মীরে ৷

আরও পড়ুন: অনন্তনাগে চতুর্থদিন, শনির সকালে উরিতে এনকাউন্টারে নিহত 3 জঙ্গি

ABOUT THE AUTHOR

...view details