পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

22 জানুয়ারি অযোধ্যা বিমানবন্দরে নামবে 100টি চার্টার্ড ফ্লাইট, অনুমান মুখ্যমন্ত্রী যোগীর

Chief Minister Yogi Adityanath: 22 জানুয়ারি অযোধ্যার জন্য বড়দিন ৷ উদ্বোধন হবে রাম মন্দিরের ৷ তাই সেদিন 100টি চার্টার্ড ফ্লাইট অযোধ্যা বিমানবন্দরের মাটি ছুঁতে পারে বলে অনুমান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ৷

Chief Minister Yogi Adityanath
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

By PTI

Published : Jan 11, 2024, 3:21 PM IST

নয়াদিল্লি, 11 জানুয়ারি: 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান অযোধ্যায় ৷ সেই অনুষ্ঠানের শরিক হবেন দেশের বহু বিশিষ্ট ব্যক্তি ৷ আর তাঁরা আসবেন চার্টার্ড ফ্লাইটে ৷ তাই নবনির্মিত অযোধ্যার বিমানবন্দরে 22 জানুয়ারি 100টি চার্টার্ড ফ্লাইট অবতরণ করবে বলে মনে করা হচ্ছে । বৃহস্পতিবার এমনটাই জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ আদিত্যনাথ এদিন বলেছেন, "অনুমান করছি 22 জানুয়ারি অযোধ্যা বিমানবন্দরে প্রায় 100টি চার্টার্ড ফ্লাইট অবতরণ করবে।"

বৃহস্পতিবার অযোধ্যা থেকে আমেদাবাদ ইন্ডিগোর বিমান চলাচল শুরু হল ৷ সেই ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আদিত্যনাথ লখনউ থেকে এই অনুষ্ঠানে যোগ দেন ৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ তিনি নয়াদিল্লি থেকে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৷ 30 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরটির উদ্বোধন করেছিলেন। অন্যদিকে স্পাইসজেটের চেয়ারম্যান অজয় সিং বুধবার জানিয়েছেন, খুব শীঘ্র অযোধ্যা বিমানবন্দরে উড়ান পরিষেবা চালু করবে এই সংস্থা ৷ ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কোম্পানি দুটি অযোধ্যায় বর্তমানে বিমান পরিষেবা দিচ্ছে ৷ ইন্ডিগোর কেবল দিল্লি থেকে অযোধ্যায় বিমান চলাচল করত এতদিন ৷ এবার চালু হল অযোধ্যা থেকে আমেদাবাদ বিমান পরিষেবাও ৷

22 জানুয়ারি রাম মন্দিরের অনুষ্ঠানে আমন্ত্রিত দেশ ও বিদেশের অনেক গণ্যমান্য ব্যক্তি ৷ এই অতিথি তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকর থেকে মুকেশ আম্বানি, রতন টাটারা ৷ তাঁরা সকলেই চার্টার্ড ফ্লাইটে অযোধ্যায় আসবেন ৷ তাই ওইদিন 100টির বেশি চার্টার্ড ফ্লাইট মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে অনুমান করা হচ্ছে ৷

(সংবাদ সংস্থা-পিটিআই)

আরও পড়ুন:

  1. প্রধানমন্ত্রীর হাত ধরে অযোধ্যায় উন্নয়নের নতুন যুগের সূচনা, বার্তা যোগীর
  2. রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেলেন বচ্চন থেকে বিরাট, তালিকায় রয়েছেন সচিনও
  3. অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি জোরদার, 20-23 জানুয়ারি হোটেলগুলিতে অগ্রিম বুকিং নয়

ABOUT THE AUTHOR

...view details