শিলচর, 27 অগস্ট: বিজেপি সাংসদের বাড়ি থেকে উদ্ধার 10 বছরের নাবালকের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে অসমের শিলচরে ৷ বিজেপি সাংসদ রাজদীপ রায় দাবি করেছেন, 10 বছরের ছেলেটি আত্মহত্যা করেছে। শনিবার সাংসদের বাসভবন থেকে ঝুলন্ত অবস্থায় বালককে উদ্ধার করা হয় । এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ মৃত নাবালকের মা সাংসদের বাড়িতে পরিচারিকার কাজ করেন। ছেলে ও মেয়েকে নিয়ে এই বাড়িতেই থাকেন।
পরে সাংবাদিকদের সাংসদ বলেন, "আমি শনিবার দলীয় কার্যালয়ে গিয়েছিলাম। সে সময় এক সহকর্মী আমাকে ফোন করে বলেন, আমার বাড়ি থেকে একটি ছেলেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। বাড়ি ফিরে ঝুলন্ত দেহটি দেখতে পেয়ে পুলিশকে জানাই। তারা এসে নাবালককে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যায় ৷ ততক্ষণে অবশ্য তার মৃত্যু হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।"
এই বিজেপি সাংসদ জানান, ছেলেটির পরিবার বেশ কয়েক বছর ধরে তাঁর বাড়িতে বসবাস করছে। বালকের মা রাজদীপের বাড়িতে পরিচারিকা হিসেবে কাজ করেন। ছেলেটির একটা বড় দিদিও আছে। তাঁরা অন্য দিনের মত মধ্যাহ্নভোজ সারেন ৷ এরপর ছেলেটির মা ও দিদি বাজার করতে যান। বাড়ি ফিরে তারা বহুবার দরজায় ধাক্কা দিলেও ভিতর থেকে ছেলেটির কোনও সাড়া মেলেনি। তখন তাঁরা সাহায্যের জন্য চিৎকার করেন। এরপর অন্যরা এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে ছেলেটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
আরও পড়ুন:কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রেমিকের পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ
রাজদীপ রায় আরও জানান, তিনি ইতিমধ্যেই পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। পুলিশ তাঁকে আশ্বাস দিয়েছে ঘটনার যথাযথ তদন্ত হবে। জানা গিয়েছে, এই ঘটনার পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্তে নেমেছে ৷ তবে কী কারণে ওই বালকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয় ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই বিষয়টি পরিষ্কার হবে ৷