পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

10 year old Girl thwarts Chain Snatcher: অস্ত্র হাতের ব্যাগ, ছিনতাইবাজকে পিটিয়ে তাড়াল নাবালিকা ! - পুণে

সাহসিকতার পরিচয় দিয়ে নেট নাগরিকদের মন জিতে নিয়েছে 10 বছরের রুতভি ঘগ (Rutvi Ghag) ৷ হাতে থাকা ব্যাগের সাহায্যেই ছিনতাইবাজকে পিটিয়ে তাড়ায় সে (10 year old Girl thwarts Chain Snatcher) ! পুণের রাস্তার সেই সিসিটিভি ফুটেজ পরবর্তীতে ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ দায়ের করা হয় এফআইআর ৷

10 year old Girl thwarts Chain Snatcher on a street in Pune
ঠাকুমার সঙ্গে রুতভি

By

Published : Mar 10, 2023, 12:59 PM IST

পুণে, 10 মার্চ:মহারাষ্ট্রের (Maharashtra) পুণের (Pune) বাসিন্দা 10 বছরের রুতভি ঘগ (Rutvi Ghag) ৷ তার হাতে ছিল একটি সাধারণ ব্যাগ ৷ আর সেই ব্যাগ দিয়েই স্কুটারে সওয়ার ছিনতাইবাজকে পিটিয়ে তাড়াল সে (10 year old Girl thwarts Chain Snatcher) ! এমন সাহসিকতার জন্য তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন ৷ শুক্রবার দেশের প্রায় সবক'টি জাতীয়স্তরের সংবাদপত্রেই প্রকাশিত হয়েছে এই ঘটনা ৷ ঠাকুমার সঙ্গে ছোট্ট রুতভির ছবিও ছাপা হয়েছে ৷

যে ঘটনা নিয়ে এত কাণ্ড, সেটি ঘটে গত 25 ফেব্রুয়ারি ৷ রাত তখন 8টা বেজে 15 মিনিট ৷ এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল রুতভি ৷ সঙ্গে ছিলেন রুতভির ঠাকুমা, 60 বছরের লতা ঘগ ৷ দিদি ও ঠাকুমার সঙ্গী হয়েছিল 6 বছরের দাইনেশ্বরীও ৷ প্রায় শুনশান রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই অপরিচিত এক ব্যক্তি স্কুটার নিয়ে তাদের পাশে এসে থামেন ৷ তিনি রুতভির ঠাকুমাকে ডেকে একটি বাড়ির ঠিকানা জানতে চান ৷ রুতভির ঠাকুমা ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে যান ৷ ঠিক সেই সময়েই ওই ব্যক্তি লতার গলায় থাকা সোনার হারটি টেনে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেন !

এই ঘটনায় প্রথমে হকচকিয়ে গেলেও পরের মুহূর্তেই চিৎকার করে ওঠেন বৃদ্ধা ৷ ছিনতাইবাজকে বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি ৷ ঠাকুমাকে বিপদে দেখে তাঁর কাছে ছুটে যায় রুতভি ৷ তার হাতে থাকা ব্যাগ দিয়েই বাইকে সওয়ার ব্যক্তিকে পরপর মারতে থাকে সে ! এই আক্রমণের জন্য তৈরি ছিলেন না ওই ব্যক্তি ৷ বেগতিক বুঝে তড়িঘড়ি স্কুটার নিয়ে চম্পট দেন তিনি ৷

25 ফেব্রুয়ারির এই ঘটনা রেকর্ড হয়ে যায় রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় ৷ পরবর্তীতে সেই ফুটেজ ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ মুহূর্তে ভাইরাল হয় সেটি ৷ ছোট্ট রুতভির সাহসিকতাকে কুর্নিশ জানান নেটনাগরিকরা ৷ বিষয়টি নজরে আসে পুলিশেরও ৷ ফলে বৃহস্পতিবারই (9 মার্চ, 2023) এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয় ৷ একইসঙ্গে, পুলিশের পক্ষ থেকে রুতভিকে পুরস্কৃত করারও সিদ্ধান্ত নেওয়া হয় ৷

আরও পড়ুন:হিমাচলপ্রদেশে গাড়ির মালিকের সঙ্গে বচসা, নাক ঘষে ক্ষমা চাইতে হল বাসচালককে

পুলিশ সূত্রেই জানা গিয়েছে, রুতভি চতুর্থ শ্রেণির ছাত্রী ৷ পুণের হুজুরপাগা গার্লস হাইস্কুলে পড়ে সে ৷ তার বাবা নীতীন ঘগের একটি গ্যারাজ রয়েছে ৷ ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "রুতভি যা করেছে, তার জন্য বাবা হিসাবে আমি গর্বিত ৷ আমার আশা, পুলিশ শীঘ্রই দোষী ব্যক্তিকে চিহ্নিত করে পাকড়াও করবে ৷"

ABOUT THE AUTHOR

...view details