নয়াদিল্লি, 15 জুন : 5জি কবে চালু হচ্ছে ভারতবর্ষে? টেক স্যাভিদের মনে নিরন্তর এই প্রশ্নের সম্ভবত খুব শীঘ্রই অবসান হচ্ছে ৷ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় 5জি স্পেকট্রাম নিলামের প্রস্তাবনা অনুমোদন পাওয়ার আরও জোরাল হল সেই সম্ভাবনা ৷ মনে করা হচ্ছে 4জি-র তুলনায় দশগুণ দ্রুতগতিসম্পন্ন হয়ে এদেশে আত্মপ্রকাশ করতে চলেছে 5জি (10 times faster 5G to launch in India soon) ৷
দেশে ডিজিটাল সংযুক্তিকরণকে আরও মজবুত করতে 5জি-র আত্মপ্রকাশ অবশ্যম্ভাবী ৷ দেশের জনসাধারণ এবং বিভিন্ন এন্টারপ্রাইজের মধ্যে যাতে সহজেই এই পরিষেবা পৌঁছে দেওয়া যায়, সেজন্য উদ্যোগী কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক ৷ 5জি স্পেকট্রামের নিলাম চেয়ে তাই নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন চায় তারা ৷ বুধবারই গৃহীত হল সেই অনুমোদন ৷