ভান্ডারা ( মহারাষ্ট্র), 9 জানুয়ারি : মহারাষ্ট্রের ভান্ডারা জেলার এক সরকারি হাসপাতালের এসএনসিইউ-তে আগুন ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 10 সদ্যোজাতর ৷
রাজধানী মুম্বই থেকে 900 কিলোমিটার দূরে অবস্থিত ভান্ডারা জেলায় চারতলা একটি হাসপাতালের চাইল্ড কেয়ার ইউনিটে ভরতি ছিল 17 জন শিশু ৷ আজ রাত 2 নাগাদ সিক নিউবর্ন কেয়ার ইউনিট (এসএনসিইউ) -তে আগুন লাগে ৷ এর মধ্যে 7 জন শিশুকে দমকলবাহিনী উদ্ধার করতে পারলেও, যারা আউটবাউন্ড ওয়ার্ডে ভরতি ছিল তাদের উদ্ধার করা যায়নি ৷
আরও পড়ুন:বিহারে পুড়ে মৃত্যু 3 শিশু ও এক যুবতির
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে হাসপাতালের এক ডাক্তার জানিয়েছেন, মৃত শিশুদের বয়স এক মাস থেকে তিন মাসের মধ্যে ৷ হাসপাতালে আগুন লাগার পর এক নার্স প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে ডাক্তারদের জানান ৷ খবর দেওয়া হয় দমকলে ৷ তবে আগুন লাগার কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ৷ ঘটনার বিষয়ে ভান্ডারা জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ খান্ডে বলেন, " চাইল্ড কেয়ার ইউনিটে রাত 2টো নাগাদ 10 জন শিশুর মৃত্যু হয়েছে ৷ 7 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ "