পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

INS Vikrant Facts: আইএনএস বিক্রান্তের চমকে দেওয়া 10 তথ্য, শত্রুরা সাবধান !

দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত (INS Vikrant Facts) আজ যাত্রা শুরু করল ৷ ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) এই নয়া হাতিয়ার সম্পর্কে 10টি তথ্য রইল একনজরে (India first indigenous aircraft carrier)৷

10 Facts of India first indigenous aircraft carrier INS Vikrant
থাম্বনেইল

By

Published : Sep 2, 2022, 6:41 PM IST

নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর: দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী (INS Vikrant Facts) আজ যাত্রা শুরু করল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে জলে ভাসল আইএনএস বিক্রান্ত ৷ কোচি শিপইয়ার্ড থেকে আড়ম্বরের সঙ্গে দেশের বায়ুসেনায় যুক্ত হল এই নয়া হাতিয়ার ৷ ঐতিহ্য ও গুনে কতটা শক্তিশালী এই আইএনএস বিক্রান্ত ? শত্রুদের যুঝতে কতটা অত্যাধুনিক রূপে গড়ে তোলা হয়েছে এই রণতরীকে (India first indigenous aircraft carrier)? একনজরে দেখে নেব আইএসএস বিক্রান্ত সংক্রান্ত 10 তথ্য ৷

1. ভারতীয় নৌবাহিনীর অভ্যন্তরীণ ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর (WDB) ডিজাইন করা এবং কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তৈরি আইএনএস বিক্রান্ত দেশের সামুদ্রিক ইতিহাসে নির্মিত বৃহত্তম জাহাজ । এতে রয়েছে অত্যাধুনিক অটোমেশন বৈশিষ্ট্য ৷

2. 1999 সাল থেকে সমস্ত সরকারের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে এই বিমানবাহী রণতরী ।

3. 262 মিটার দীর্ঘ এবং 62 মিটার প্রশস্ত 45,000 টন ওজনের আইএনএস বিক্রান্ত 20,000 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে ৷

4. 2013 সালের অগস্ট মাসে এই যুদ্ধজাহাজ নির্মাণের প্রথম ধাপ সম্পন্ন হয় ৷

5. আইএনএস বিক্রান্তের প্রায় 2,200টি কম্পার্টমেন্ট রয়েছে ৷ এতে থাকতে পারবেন প্রায় 1,600 জন ক্রু ৷ মহিলা অফিসার এবং নাবিকদের থাকার জন্য বিশেষ কেবিন রয়েছে ৷

6. এই যুদ্ধজাহাজে ফিজিয়োথেরাপি ক্লিনিক, আইসিইউ, ল্যাবরেটরি এবং আইসোলেশন ওয়ার্ড-সহ সর্বাধুনিক যন্ত্রপাতি-সহ একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল কমপ্লেক্স রয়েছে ।

আরও পড়ুন:দেশে তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের যাত্রা শুরু মোদির হাতে

7. এটি দেশীয়ভাবে তৈরি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) এবং লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট (এলসি) ছাড়াও মিগ-29কে ফাইটার জেট, কামোভ-31 এবং এমএইচ-60আর মাল্টি-রোল হেলিকপ্টার-সহ 30টি বিমানের এয়ার উইং পরিচালনা করতে সক্ষম ৷

8. শর্ট টেক অফ বাট অ্যারেস্টেড রিকভারি (STOBAR) নামে পরিচিত একটি অভিনব এয়ারক্রাফ্ট অপারেশন মোড ব্যবহার করে, এটি বিমান চালু করার জন্য একটি স্কি-জাম্প দিয়ে সজ্জিত ।

9. আইএনএস বিক্রান্ত রাশিয়ার ডিজাইন করা মিগ-29কে বিমানের উপর নির্ভর করবে ৷ ইতিমধ্যেই ভারতের অপর বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য থেকে কাজ করে মিগ-29কে ৷ রাশিয়া থেকে আইএনএস বিক্রমাদিত্য কিনেছিল ভারত ।

10.আইএনএস বিক্রান্তে শুরুর দিকে মিগ ফাইটার এবং কিছু হেলিকপ্টার থাকবে । এক দশকেরও বেশি সময় ধরে এই যুদ্ধজাহাজটির কাজ চলছিল । গত বছরের 21 অগস্ট থেকে সমুদ্রে বহুবার ট্রায়ালের মধ্যে দিয়ে গিয়েছে আইএনএস বিক্রান্ত ৷

ABOUT THE AUTHOR

...view details