নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর: দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী (INS Vikrant Facts) আজ যাত্রা শুরু করল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে জলে ভাসল আইএনএস বিক্রান্ত ৷ কোচি শিপইয়ার্ড থেকে আড়ম্বরের সঙ্গে দেশের বায়ুসেনায় যুক্ত হল এই নয়া হাতিয়ার ৷ ঐতিহ্য ও গুনে কতটা শক্তিশালী এই আইএনএস বিক্রান্ত ? শত্রুদের যুঝতে কতটা অত্যাধুনিক রূপে গড়ে তোলা হয়েছে এই রণতরীকে (India first indigenous aircraft carrier)? একনজরে দেখে নেব আইএসএস বিক্রান্ত সংক্রান্ত 10 তথ্য ৷
1. ভারতীয় নৌবাহিনীর অভ্যন্তরীণ ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর (WDB) ডিজাইন করা এবং কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তৈরি আইএনএস বিক্রান্ত দেশের সামুদ্রিক ইতিহাসে নির্মিত বৃহত্তম জাহাজ । এতে রয়েছে অত্যাধুনিক অটোমেশন বৈশিষ্ট্য ৷
2. 1999 সাল থেকে সমস্ত সরকারের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে এই বিমানবাহী রণতরী ।
3. 262 মিটার দীর্ঘ এবং 62 মিটার প্রশস্ত 45,000 টন ওজনের আইএনএস বিক্রান্ত 20,000 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে ৷
4. 2013 সালের অগস্ট মাসে এই যুদ্ধজাহাজ নির্মাণের প্রথম ধাপ সম্পন্ন হয় ৷
5. আইএনএস বিক্রান্তের প্রায় 2,200টি কম্পার্টমেন্ট রয়েছে ৷ এতে থাকতে পারবেন প্রায় 1,600 জন ক্রু ৷ মহিলা অফিসার এবং নাবিকদের থাকার জন্য বিশেষ কেবিন রয়েছে ৷