আজমগড়, 20 জুন: প্রচণ্ড গরমে অন্যান্য রাজ্যের পাশাপাশি নাভিশ্বাস উঠছে উত্তরপ্রদেশবাসীর ৷ গরমে অবস্থা খারাপ সেখানকার আজমগড় জেলার মানুষের । সোমবার রাতের রিপোর্ট বলছে, 12 ঘণ্টায় সেখানে 10 জনের মৃত্যু হয়েছে । পাশাপাশি গত সন্ধেয় মাত্র আধ ঘণ্টার মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সেখানে হাসপাতালে ভরতি হয়েছেন 24 জনেরও বেশি। তাদের প্রচণ্ড জ্বর ছিল বলে জানা গিয়েছে । পরবর্তীতে জেলা হাসপাতালে আনার সময়ই 12 জনের মৃত্যু হয় ৷ যার কারণে জেলা হাসপাতালেও তাদের মৃত্যুর কোনও রেকর্ড নেই বলে সূত্রের খবর ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার আহরাউলার কোথারা গ্রামের বাসিন্দা প্রভাবতী (80), সিধারি থানার অন্তর্গত মাতাউলিপুর গ্রামের বাসিন্দা সুরেশ রাই (68), বিলারিয়াগঞ্জ থানা এলাকার পান্তিখুর্দ গ্রামের বাসিন্দা পারকাল্লি দেবী (70), মউ জেলার কাটিহারির বাসিন্দা বাচী দেবী (38), আহরাউলা থানা এলাকার বাহেরা গ্রামের বাসিন্দা ভাগীরথী (58), জিয়ানপুর কোতোয়ালি এলাকায় জামিন শেখপুরার বাসিন্দা হীরা যাদবের (80) হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে ।