ইন্দোর, 7 জুন : দাম শুনলে চোখ কপালে ওঠে ৷ আম বটে, আমআদমির জন্যে কি ? এবার 'নূরজাহানের' দাম উঠেছে হাজার টাকা ৷ মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার ভারত বিখ্যাত 'নূরজাহান' ৷ গোটা দেশে কেবলমাত্র এই অঞ্চলেই চাষ হয় স্বাদে ও সাইজে দেশের অন্যতম সেরা আম নূরজাহান (Noorjahan Mango) ৷ গতবারের তুলনায় এবার ভাল চাষ হয়েছে, কলেবর আরও বেড়েছে, বলছেন চাষিরা ৷
ফলে চলতি মরসুমে একেকটি নূরজাহান আমের দাম উঠেছে 500 টাকা থেকে 1 হাজার টাকা অবধি ৷ প্রকৃতি সদয় হওয়ায় নূরজাহান সহ বিভিন্ন রকমের আমের চাষই এবার ভাল হয়েছে, জানাচ্ছেন চাষিরা ৷