ETV Bharat / state

চুরি গেল কবি বিনয় মজুমদারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার - সাহিত্য আকাডেমি পুরস্কার

বিনয় মজুমদার ২০০৫ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান । এতদিন এই পুরস্কারটি রাখা ছিল বিনয় মজুমদার স্মৃতিরক্ষা কমিটির লাইব্রেরির একটি লকারে। রবিবার রাতে লাইব্রেরি বন্ধ হওয়ার পর এই ঘটনা ঘটে বলে সদস্যরা জানিয়েছেন ।

Academy Award Stolen
কবি বিনয় মজুমদার
author img

By

Published : Dec 31, 2019, 2:11 PM IST

ঠাকুরনগর,31 ডিসেম্বর : রবীন্দ্র নাথ ঠাকুরের নোবেল পদকের পর চুরি হল বিনয় মজুমদারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার। সোমবার সন্ধেয় লাইব্রেরি খুলতে গিয়ে ঘরের ছিটকিনি ও আলমারির তালা ভাঙা দেখতে পান বিনয় মজুমদার স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা। তাঁরা দেখেন, দুষ্কৃতী শুধু সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারের মিমেন্টো নিয়ে পালিয়েছে ।


বিনয় মজুমদার ২০০৫ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান । এতদিন এই পুরস্কারটি রাখা ছিল বিনয় মজুমদার স্মৃতিরক্ষা কমিটির লাইব্রেরির একটি লকারে। রবিবার রাতে লাইব্রেরি বন্ধ হওয়ার পর এই ঘটনা ঘটে বলে সদস্যরা জানিয়েছেন ।

সোমবার সন্ধ্যায় লাইব্রেরি খুলতে এসে সদস্যরা দেখেন, লাইব্রেরি ছিটকিনির একটি লক ভাঙা । ঘরে ঢুকে দেখেন, কিছু কাজগপত্র আগোছালো হয়ে রয়েছে । ভাঙা হয়েছে লকারটি । খোয়া গিয়েছে লকারে থাকা বিনয় মজুমদারের সাহিত্য অ্যাকাডেমির মিমেন্টো । অন্য কিছুতে হাত দেয়নি চোর। খবর পেয়ে ঘটনাস্থানে যায় গাইঘাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ঠাকুরনগর,31 ডিসেম্বর : রবীন্দ্র নাথ ঠাকুরের নোবেল পদকের পর চুরি হল বিনয় মজুমদারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার। সোমবার সন্ধেয় লাইব্রেরি খুলতে গিয়ে ঘরের ছিটকিনি ও আলমারির তালা ভাঙা দেখতে পান বিনয় মজুমদার স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা। তাঁরা দেখেন, দুষ্কৃতী শুধু সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারের মিমেন্টো নিয়ে পালিয়েছে ।


বিনয় মজুমদার ২০০৫ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান । এতদিন এই পুরস্কারটি রাখা ছিল বিনয় মজুমদার স্মৃতিরক্ষা কমিটির লাইব্রেরির একটি লকারে। রবিবার রাতে লাইব্রেরি বন্ধ হওয়ার পর এই ঘটনা ঘটে বলে সদস্যরা জানিয়েছেন ।

সোমবার সন্ধ্যায় লাইব্রেরি খুলতে এসে সদস্যরা দেখেন, লাইব্রেরি ছিটকিনির একটি লক ভাঙা । ঘরে ঢুকে দেখেন, কিছু কাজগপত্র আগোছালো হয়ে রয়েছে । ভাঙা হয়েছে লকারটি । খোয়া গিয়েছে লকারে থাকা বিনয় মজুমদারের সাহিত্য অ্যাকাডেমির মিমেন্টো । অন্য কিছুতে হাত দেয়নি চোর। খবর পেয়ে ঘটনাস্থানে যায় গাইঘাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Intro:চুরি হল বিনয় মজুমদারের সাহিত্য আকাডেমি পুরস্কার।



ঠাকুরনগরঃ রবি ঠাকুরের নোবেলের পর চুরি হয়ে গেল বিনয় মজুমদারের সাহিত্য আকাডেমি পুরস্কার। সোমবার সন্ধ্যায় লাইব্রেরি খুলতে গিয়ে ঘরের ছিটকানি ও আলমারির তালা ভাঙা দেখতে পান স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা। তাঁরা দেখেন, শুধুমাত্র বিনয় মজুমদারের সাহিত্য আকাকাডেমি পুরস্কারের মেমেন্টোটা নিয়ে পালিয়েছে চোর।


বিনয় মজুমদারের ২০০৫ সালে সাহিত্য জগতের সেরা পুরস্কার সাহিত্য আকাডেমি পুরস্কার পান। এতদিন এই পুরস্কারটি রাখা ছিল বিনয় মজুমদার স্মৃতি রক্ষা কমিটির লাইব্রেরির একটি লকারে। রবিবার রাতে লাইব্রেরি বন্ধ করে চলে যান কমিটির এক সদস্য। সোমবার সন্ধ্যায় লাইব্রেরি খুলতে এসে তাঁরা দেখেন, লাইব্রেরি ছিটকানির একটি লক ভাঙা, ঘরে ঢুকে দেখেন, কিছু কাজগপত্র উলট-পালট। ভাঙা হয়েছে লকারটি। খোয়া গিয়েছে লকারে থাকা বিনয় মজুমদারের সাহিত্য আকাডেমি পুরস্কারের মেমেন্টোটা। অন্য কিছুতে হাত দেয়নি চোর। খবর পেয়ে ঘটনা স্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।Body:চুরি হল বিনয় মজুমদারের সাহিত্য আকাডেমি পুরস্কার।



ঠাকুরনগরঃ রবি ঠাকুরের নোবেলের পর চুরি হয়ে গেল বিনয় মজুমদারের সাহিত্য আকাডেমি পুরস্কার। সোমবার সন্ধ্যায় লাইব্রেরি খুলতে গিয়ে ঘরের ছিটকানি ও আলমারির তালা ভাঙা দেখতে পান স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা। তাঁরা দেখেন, শুধুমাত্র বিনয় মজুমদারের সাহিত্য আকাকাডেমি পুরস্কারের মেমেন্টোটা নিয়ে পালিয়েছে চোর।


বিনয় মজুমদারের ২০০৫ সালে সাহিত্য জগতের সেরা পুরস্কার সাহিত্য আকাডেমি পুরস্কার পান। এতদিন এই পুরস্কারটি রাখা ছিল বিনয় মজুমদার স্মৃতি রক্ষা কমিটির লাইব্রেরির একটি লকারে। রবিবার রাতে লাইব্রেরি বন্ধ করে চলে যান কমিটির এক সদস্য। সোমবার সন্ধ্যায় লাইব্রেরি খুলতে এসে তাঁরা দেখেন, লাইব্রেরি ছিটকানির একটি লক ভাঙা, ঘরে ঢুকে দেখেন, কিছু কাজগপত্র উলট-পালট। ভাঙা হয়েছে লকারটি। খোয়া গিয়েছে লকারে থাকা বিনয় মজুমদারের সাহিত্য আকাডেমি পুরস্কারের মেমেন্টোটা। অন্য কিছুতে হাত দেয়নি চোর। খবর পেয়ে ঘটনা স্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।Conclusion:চুরি হল বিনয় মজুমদারের সাহিত্য আকাডেমি পুরস্কার।



ঠাকুরনগরঃ রবি ঠাকুরের নোবেলের পর চুরি হয়ে গেল বিনয় মজুমদারের সাহিত্য আকাডেমি পুরস্কার। সোমবার সন্ধ্যায় লাইব্রেরি খুলতে গিয়ে ঘরের ছিটকানি ও আলমারির তালা ভাঙা দেখতে পান স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা। তাঁরা দেখেন, শুধুমাত্র বিনয় মজুমদারের সাহিত্য আকাকাডেমি পুরস্কারের মেমেন্টোটা নিয়ে পালিয়েছে চোর।


বিনয় মজুমদারের ২০০৫ সালে সাহিত্য জগতের সেরা পুরস্কার সাহিত্য আকাডেমি পুরস্কার পান। এতদিন এই পুরস্কারটি রাখা ছিল বিনয় মজুমদার স্মৃতি রক্ষা কমিটির লাইব্রেরির একটি লকারে। রবিবার রাতে লাইব্রেরি বন্ধ করে চলে যান কমিটির এক সদস্য। সোমবার সন্ধ্যায় লাইব্রেরি খুলতে এসে তাঁরা দেখেন, লাইব্রেরি ছিটকানির একটি লক ভাঙা, ঘরে ঢুকে দেখেন, কিছু কাজগপত্র উলট-পালট। ভাঙা হয়েছে লকারটি। খোয়া গিয়েছে লকারে থাকা বিনয় মজুমদারের সাহিত্য আকাডেমি পুরস্কারের মেমেন্টোটা। অন্য কিছুতে হাত দেয়নি চোর। খবর পেয়ে ঘটনা স্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.