ETV Bharat / bharat

দেশের উন্নয়ন দিল্লির ভোটের ফলাফলের উপর নির্ভর করছে : মোদি

8 ফেব্রুয়ারি দিল্লিতে ভোট । তার আগে প্রচারে BJP । প্রচার বক্তব্যে বারাবর উঠে আসছে শাহিনবাগ প্রসঙ্গ । আজ মোদিও তাঁর প্রচার বক্তব্যে বিতর্কের নিশানা বানালেন শাহিনবাগকেই ।

modi
মোদি
author img

By

Published : Feb 4, 2020, 11:57 PM IST

দিল্লি, 4 ফেব্রুয়ারি : দিল্লিতে ভোটের প্রচারে কেজরিওয়ালের সরকারকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি । বিতর্কের নিশানা বানালেন শাহিনবাগকে । দিল্লির নাগরিকদের উদ্দেশে মোদি বলেন, রাস্তা আটকানোর রাজনীতি দিল্লি চায় না । যে সরকার ভোটের জন্য তোষণ করবে না, সেই সরকারই চায় দিল্লি ।

8 ফেব্রুয়ারি দিল্লিতে ভোট । BJP-র প্রচারে বারাবর উঠে আসছে শাহিনবাগ প্রসঙ্গ । এর আগে শনিবার প্রচার সভায় যোগী আদিত্যনাথ বলেন, কেজরিওয়াল দিল্লির বাসিন্দাদের পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে পারেন না । অথচ, শাহিনবাগে আন্দোলনকারীদের বিরিয়ানি খাওয়াতে পারেন । BJP সন্ত্রাসবাদীদের গুলি খাওয়ায়, বিরিয়ানি না । মঙ্গলবার দ্বারকায় ভোটের প্রচারেও নরেন্দ্র মোদির লক্ষ্য ছিল সেই শাহিনবাগই ।

গতকালও মোদি শাহিনবাগ আন্দোলন প্রসঙ্গে বলেছিলেন, এই প্রতিবাদ নৈরাজ্যের উদাহরণ । পরিকল্পিতভাবে এই অবস্থান সভা চলছে । সীলামপুর, জামিয়া বা শাহিনবাগ যেখানেই নাগরিকপঞ্জি বিরোধী আন্দোলন হচ্ছে তা কি কাকতালীয়? তা নয় । বিষয়টি রাজনৈতিক । যদি শুধুই আইন বিষয়ক হত তবে সেই আন্দোলন এতদিনে শেষ হত ।"

আজ মোদির প্রচারে উঠে আসে দিল্লির উন্নয়ন প্রসঙ্গও । বলেন, "দিল্লির ভোট এই দশকের প্রথম ভোট হবে । ভারতের উন্নয়ন এই ভোটের ফলাফলের উপর নির্ভর করছে ।"

দিল্লি, 4 ফেব্রুয়ারি : দিল্লিতে ভোটের প্রচারে কেজরিওয়ালের সরকারকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদি । বিতর্কের নিশানা বানালেন শাহিনবাগকে । দিল্লির নাগরিকদের উদ্দেশে মোদি বলেন, রাস্তা আটকানোর রাজনীতি দিল্লি চায় না । যে সরকার ভোটের জন্য তোষণ করবে না, সেই সরকারই চায় দিল্লি ।

8 ফেব্রুয়ারি দিল্লিতে ভোট । BJP-র প্রচারে বারাবর উঠে আসছে শাহিনবাগ প্রসঙ্গ । এর আগে শনিবার প্রচার সভায় যোগী আদিত্যনাথ বলেন, কেজরিওয়াল দিল্লির বাসিন্দাদের পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে পারেন না । অথচ, শাহিনবাগে আন্দোলনকারীদের বিরিয়ানি খাওয়াতে পারেন । BJP সন্ত্রাসবাদীদের গুলি খাওয়ায়, বিরিয়ানি না । মঙ্গলবার দ্বারকায় ভোটের প্রচারেও নরেন্দ্র মোদির লক্ষ্য ছিল সেই শাহিনবাগই ।

গতকালও মোদি শাহিনবাগ আন্দোলন প্রসঙ্গে বলেছিলেন, এই প্রতিবাদ নৈরাজ্যের উদাহরণ । পরিকল্পিতভাবে এই অবস্থান সভা চলছে । সীলামপুর, জামিয়া বা শাহিনবাগ যেখানেই নাগরিকপঞ্জি বিরোধী আন্দোলন হচ্ছে তা কি কাকতালীয়? তা নয় । বিষয়টি রাজনৈতিক । যদি শুধুই আইন বিষয়ক হত তবে সেই আন্দোলন এতদিনে শেষ হত ।"

আজ মোদির প্রচারে উঠে আসে দিল্লির উন্নয়ন প্রসঙ্গও । বলেন, "দিল্লির ভোট এই দশকের প্রথম ভোট হবে । ভারতের উন্নয়ন এই ভোটের ফলাফলের উপর নির্ভর করছে ।"

New Delhi, Feb 04 (ANI): In an ongoing budget session in Lok Sabha, Congress's Member of Parliament Adhir Ranjan Chowdhury on February 04 called BJP 'Ravan ki aulad'. "Today, they are abusing Mahatma Gandhi. They are Ravan's kin. They are insulting Ram's devotee," Chowdhury told BJP MPs in Lok Sabha.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.