মুম্বই, 14 মে: দোরগোড়ায় টি-20 বিশ্বকাপ ৷ ক্রিকেটবিশ্ব আগামী 2 জুনের অপেক্ষায় ৷ যদিও ভারত মাঠে নামবে 5 জুন ৷ নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপে ভারত অভিযান শুরু করবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৷ আর তার আগে, অর্থাৎ গতকাল টিম ইন্ডিয়ার আগামী কোচের জন্য বিজ্ঞাপন দিল বিসিসিআই ৷ এই পদে কতদিন পর্যন্ত আবেদনগুলি জমা নেওয়া হবে ? তাও জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড ৷
গতবছর 19 নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপের মহারণে ভারত হেরে যায় ৷ বিশ্বসেরা হয় অস্ট্রেলিয়া। ভারতের ট্রফি অধরায় লক্ষাধিক দর্শকের চিৎকার এক লহমায় হাহাকারে বদলে যায় ৷ আর সেদিনই রোহিত, বিরাটদের কোচ হিসেবে চুক্তি শেষ হয়ে যায় রাহুল দ্রাবিড় ও তাঁর সাপোর্ট স্টাফদের। পরে রাহুলকেই দায়িত্বে বহাল রাখে বিসিসিআই । এবার দ্রাবিড়ের চুক্তি শেষ হচ্ছে আসন্ন টি-20 বিশ্বকাপের পরেই ৷ অর্থাৎ দ্রাবিড় যুগের অবসান কি ঘটতে চলেছে ? আর তাঁকে দায়িত্বে রাখতে হলে পুনরায় আবেদন করতে হবে। জয় শাহ জানান, দীর্ঘমেয়াদী কোচ খুঁজছেন তাঁরা, তিন বছরের জন্য।
বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিনিয়র পুরুষ দলের প্রধান কোচের জন্য আবেদন নেওয়া হচ্ছে। এই পদের জন্য আবেদনগুলি আগামী 27 মে, সন্ধ্যা 6টার মধ্যে জমা দিতে হবে ৷ নির্দিষ্ট লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। বয়সসীমাও দেওয়া রয়েছে তাতে ৷ বাছাই প্রক্রিয়ায় আবেদনগুলির একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা অন্তর্ভুক্ত করা হবে ৷ তারপরে ব্যক্তিগত সাক্ষাৎকার এবং সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের মূল্যায়ন করা হবে। উল্লিখিত পদের জন্য কাজের বিবরণ প্রদান করা হবে ৷ উল্লেখযোগ্য বিষয় হল, লাল ও সাদা বলের ক্রিকেটে আলাদা আলাদা কোচকে দায়িত্ব দিতে চায় না বিসিসিআই। তিন ফর্ম্যাটের জন্য একই কোচের হাতে জাতীয় দলের রাশ তুলে দিতে চায়।
আরও পড়ুন: