ETV Bharat / international

হোয়াইট হাউসে বাজল 'সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা...' - Sare Jahan Se Achha at White House

Sare Jahan Se Achha at White House: হোয়াইট হাউসে সোমবার সকালে বাজানো হল ভারতী দেশভক্তির গান ৷ মূলত, এশিয়ান আমেরিকানরা প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বার্ষিক এশিয়ান আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান ও প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ মাস উদযাপন করছিলেন ৷ সেই অনুষ্ঠানে হোয়াইট হাউসের মেরিন ব্যান্ড ভারতীয় দেশভক্তির গান বাজায় ৷

ETV BHARAT
হোয়াইট হাউসে বাজল 'সারে জাহাঁ সে আচ্ছা...' (ফাইল চিত্র)
author img

By PTI

Published : May 14, 2024, 4:11 PM IST

ওয়াশিংটন, 14 মে: সোমবার সকালে হোয়াইট হাউসে বাজল 'সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা...' ৷ হোয়াইট হাউসের মেরিন ব্যান্ড ভারতীয় দেশভক্তির এই গানটি বাজায় ৷ উল্লেখ্য, আজ হোয়াইট হাউসে বার্ষিক এশিয়ান আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান ও প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ মাস উদযাপন করা হয়েছে ৷ প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে অসংখ্য এশিয়ান আমেরিকান উপস্থিত ছিলেন ৷ তাঁদের সম্ভাষণ জানাতে এই গান বাজানো হয় ৷

তবে, একবার নয় ৷ দু’বার এশিয়ান আমেরিকানদের অনুরোধে গানটি মেরিন ব্যান্ডের তরফে বাজানো হয় ৷ বার্ষিক এশিয়ান আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান ও প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ মাস উদযাপনের জন্য প্রেসিডেন্ট এই সকল এশিয়ান আমেরিকানদের আমন্ত্রণ জানিয়েছিলেন ৷

ইন্ডিয়ান আমেরিকান কমিউনিটির নেতা অজয় জইন ভুতোরিয়া সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, "হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এদিন এএএনএইচপিআই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ এই অনুষ্ঠানের সেরা অংশ ছিল, আমি যখন অনুষ্ঠানস্থলে প্রবেশ করছিলাম তখন ৷ মিউজিশিয়ানরা 'সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা...' গানটি বাজিয়ে আমাকে অভ্যর্থনা জানান ৷"

অজয় জইন ভুতোরিয়া জানান একবছরের কম সময়ে দ্বিতীয়বার হোয়াইট হাউসে জনপ্রিয় ভারতীয় এই দেশভক্তির গানটি বাজানো হয়েছে ৷ গতবছর জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর প্রথম স্টেট ভিজিটে এলে মেরিন ব্যান্ড এই গানটি বাজিয়েছিল ৷ সেই সময় মেরিন ব্যান্ডের তরফে জানানো হয়েছিল, তাঁরা গানটি নিয়মিত অনুশীলন করে, তার সুর রপ্ত করেছেন ৷

ক্যালিফোর্নিয়ার নাগরিক ভুতোরিয়া বলেন, "আমার খুব ভালো লেগেছে ৷ ওটা খুব গর্বের মুহূর্ত ছিল হোয়াইট হাউসে ৷ আমি ব্যান্ডের সঙ্গে গাইতে শুরু করেছিলাম ৷ প্রথমবার গানটি শেষ হওয়ার পর, আমি ওদের আরও একবার বাজানোর অনুরোধ করি ৷ তাঁরা আমার অনুরোধে আবারও গানটি বাজান ৷ আর জানান এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্টেট ভিজিটে তাঁরা গানটি বাজিয়েছিলেন ৷"

আরও পড়ুন:

  1. পাকিস্তান নিয়ে বদলাচ্ছে বাইডেনের ভাবনা, নেপথ্যে প্রেসিডেন্ট নির্বাচন ?
  2. হোয়াইট হাউসের গেটে গাড়ির ধাক্কায় মৃত চালক, বাইডেন কোথায় ?

ওয়াশিংটন, 14 মে: সোমবার সকালে হোয়াইট হাউসে বাজল 'সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা...' ৷ হোয়াইট হাউসের মেরিন ব্যান্ড ভারতীয় দেশভক্তির এই গানটি বাজায় ৷ উল্লেখ্য, আজ হোয়াইট হাউসে বার্ষিক এশিয়ান আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান ও প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ মাস উদযাপন করা হয়েছে ৷ প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে অসংখ্য এশিয়ান আমেরিকান উপস্থিত ছিলেন ৷ তাঁদের সম্ভাষণ জানাতে এই গান বাজানো হয় ৷

তবে, একবার নয় ৷ দু’বার এশিয়ান আমেরিকানদের অনুরোধে গানটি মেরিন ব্যান্ডের তরফে বাজানো হয় ৷ বার্ষিক এশিয়ান আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান ও প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ মাস উদযাপনের জন্য প্রেসিডেন্ট এই সকল এশিয়ান আমেরিকানদের আমন্ত্রণ জানিয়েছিলেন ৷

ইন্ডিয়ান আমেরিকান কমিউনিটির নেতা অজয় জইন ভুতোরিয়া সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, "হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এদিন এএএনএইচপিআই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ এই অনুষ্ঠানের সেরা অংশ ছিল, আমি যখন অনুষ্ঠানস্থলে প্রবেশ করছিলাম তখন ৷ মিউজিশিয়ানরা 'সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা...' গানটি বাজিয়ে আমাকে অভ্যর্থনা জানান ৷"

অজয় জইন ভুতোরিয়া জানান একবছরের কম সময়ে দ্বিতীয়বার হোয়াইট হাউসে জনপ্রিয় ভারতীয় এই দেশভক্তির গানটি বাজানো হয়েছে ৷ গতবছর জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর প্রথম স্টেট ভিজিটে এলে মেরিন ব্যান্ড এই গানটি বাজিয়েছিল ৷ সেই সময় মেরিন ব্যান্ডের তরফে জানানো হয়েছিল, তাঁরা গানটি নিয়মিত অনুশীলন করে, তার সুর রপ্ত করেছেন ৷

ক্যালিফোর্নিয়ার নাগরিক ভুতোরিয়া বলেন, "আমার খুব ভালো লেগেছে ৷ ওটা খুব গর্বের মুহূর্ত ছিল হোয়াইট হাউসে ৷ আমি ব্যান্ডের সঙ্গে গাইতে শুরু করেছিলাম ৷ প্রথমবার গানটি শেষ হওয়ার পর, আমি ওদের আরও একবার বাজানোর অনুরোধ করি ৷ তাঁরা আমার অনুরোধে আবারও গানটি বাজান ৷ আর জানান এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্টেট ভিজিটে তাঁরা গানটি বাজিয়েছিলেন ৷"

আরও পড়ুন:

  1. পাকিস্তান নিয়ে বদলাচ্ছে বাইডেনের ভাবনা, নেপথ্যে প্রেসিডেন্ট নির্বাচন ?
  2. হোয়াইট হাউসের গেটে গাড়ির ধাক্কায় মৃত চালক, বাইডেন কোথায় ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.