ETV Bharat / international

রাফায় ইজরায়েলি হামলায় মৃত রাষ্ট্রসংঘের এক ভারতীয় কর্মী - Israel Hamas War

UN Indian Killed in Gaza: রাফায় ইজরায়েলি হামলায় এই প্রথম প্রাণ গেল রাষ্ট্রসংঘে কর্মরত ভারতীয় এক নাগরিকের ৷ ঘটনার তীব্র নিন্দা করেছেন জেনারেল সেক্রেটরি অ্যান্টোনিয়ো গুতেরাস ৷

UN Indian Killed in Gaza
রাফায় মৃত ভারতীয় (ইটিভি ভারত)
author img

By PTI

Published : May 14, 2024, 2:18 PM IST

গাজা, 14 মে: ইজরায়েল-হামাস যুদ্ধ থামার নাম নেই ৷ গাজায় ইজরায়েলি হামলায় মৃত্যু হল রাষ্ট্রসংঘে কর্মরত এক ভারতীয় কর্মীর ৷ উল্লেখ্য, ইজরায়েল-হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর এই প্রথম রাষ্ট্রসংঘের কোনও আন্তর্জাতিক সদস্যের মৃত্যু সংবাদ সামনে এল ৷

রাষ্ট্রসংঘের তরফে এখনও নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি ৷ তবে সূত্রের খবর, প্রাক্তন ভারতীয় সেনার কর্মী ছিলেন ওই ব্যক্তি । রাষ্ট্রসংঘের নিরাপত্তা এবং নিরাপত্তা বিভাগের (ডিএসএস) কর্মী ছিলেন তিনি ৷ ঘটনা প্রসঙ্গে রাষ্ট্রসংঘের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ সেখানে বলা হয়েছে, সোমবার সকালে রাফার ইউরোপিয়ান হাসপাতালে যাওয়ার সময় ইজরায়েলি হামলার মধ্যে পড়ে রাষ্ট্রসংঘের গাড়ি ৷ সেই গাড়িতে ছিলেন ডিএসএস-র দুই কর্মী ৷ একজনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত হয়েছেন আরও একজন ৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের জেনারেল সেক্রেটরি অ্যান্টোনিয়ো গুতেরাস ৷ সেইসঙ্গে ঘটনার পূর্ণাঙ্গের তদন্তের দাবি জানিয়েছেন তিনি ৷ তাঁর দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "গাজার উপর ইজরায়েলের হামলা শুধুমাত্র বেসামরিক নাগরিকদের উপর নয়, মানবিকতার উপরও বিশাল প্রভাব ফেলছে ৷ অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করা হোক এবং সমস্ত বন্দিদের মুক্তির ব্যবস্থা করা হোক ৷"

জেনারেল সেক্রেটরি দফতরের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, ঘটনা প্রসঙ্গে ভারতীয় সরকারকে খবর দেওয়ার কাজ চলছে ৷ তিনি বলেন, "সেখানে একাধিক আন্তর্জাতিক সদস্য কাজ করছেন ৷ মানবিকতার খাতিরে যুদ্ধ বিদ্ধস্ত গাজায় কাজ করছেন তাঁরা ৷ এই প্রথম কোনও আন্তর্জাতিক ব্যক্তির মৃত্যু হল সেখানে ৷" তবে এই হামলার জবাব দিতে হবে ইজরায়েলকে বলে সাফ জানিয়েছেন হক ৷ রাষ্ট্রসংঘের তরফে সেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

গাজার দক্ষিণ অংশে রাফা দখলের সিদ্ধান্ত ইজরায়েলর বেশ কিছুদিনের ৷ সেকারণে রাষ্ট্রসংঘের নিষেধ সত্ত্বেও গত সপ্তাহ থেকে রাফায় হামলা শুরু করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স ৷ কয়েকদিন আগে সেই এলাকা থেকে প্যালেস্তিনীয়দের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয় ইজরায়েল সরকার ৷ প্যলেস্তিনীয়দের আশ্রয়ের জন্য মুয়াজি এলাকায় থাকার ব্যবস্থা করা হবে বলে জানায় ইজরায়েল ৷ যদিও প্রথম থেকে এই হামলা নিয়ে তীব্র আপত্তি জানায় হোয়াইট হাউস ৷ জো বাইডেন সরকার চান, ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি সাক্ষরিত হোক ৷ কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের দাবি, হামাস তাদের সেই সিদ্ধান্তে একমত হবে না ৷ এরপরই রাফায় হামলা চালায় আইডিএফ ৷ ঘটনার তীব্র প্রতিবাদ করে ইজরায়েলকে অস্ত্র সাহায্য থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

আরও পড়ুন:

গাজা, 14 মে: ইজরায়েল-হামাস যুদ্ধ থামার নাম নেই ৷ গাজায় ইজরায়েলি হামলায় মৃত্যু হল রাষ্ট্রসংঘে কর্মরত এক ভারতীয় কর্মীর ৷ উল্লেখ্য, ইজরায়েল-হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর এই প্রথম রাষ্ট্রসংঘের কোনও আন্তর্জাতিক সদস্যের মৃত্যু সংবাদ সামনে এল ৷

রাষ্ট্রসংঘের তরফে এখনও নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি ৷ তবে সূত্রের খবর, প্রাক্তন ভারতীয় সেনার কর্মী ছিলেন ওই ব্যক্তি । রাষ্ট্রসংঘের নিরাপত্তা এবং নিরাপত্তা বিভাগের (ডিএসএস) কর্মী ছিলেন তিনি ৷ ঘটনা প্রসঙ্গে রাষ্ট্রসংঘের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ সেখানে বলা হয়েছে, সোমবার সকালে রাফার ইউরোপিয়ান হাসপাতালে যাওয়ার সময় ইজরায়েলি হামলার মধ্যে পড়ে রাষ্ট্রসংঘের গাড়ি ৷ সেই গাড়িতে ছিলেন ডিএসএস-র দুই কর্মী ৷ একজনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহত হয়েছেন আরও একজন ৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের জেনারেল সেক্রেটরি অ্যান্টোনিয়ো গুতেরাস ৷ সেইসঙ্গে ঘটনার পূর্ণাঙ্গের তদন্তের দাবি জানিয়েছেন তিনি ৷ তাঁর দফতর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, "গাজার উপর ইজরায়েলের হামলা শুধুমাত্র বেসামরিক নাগরিকদের উপর নয়, মানবিকতার উপরও বিশাল প্রভাব ফেলছে ৷ অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করা হোক এবং সমস্ত বন্দিদের মুক্তির ব্যবস্থা করা হোক ৷"

জেনারেল সেক্রেটরি দফতরের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, ঘটনা প্রসঙ্গে ভারতীয় সরকারকে খবর দেওয়ার কাজ চলছে ৷ তিনি বলেন, "সেখানে একাধিক আন্তর্জাতিক সদস্য কাজ করছেন ৷ মানবিকতার খাতিরে যুদ্ধ বিদ্ধস্ত গাজায় কাজ করছেন তাঁরা ৷ এই প্রথম কোনও আন্তর্জাতিক ব্যক্তির মৃত্যু হল সেখানে ৷" তবে এই হামলার জবাব দিতে হবে ইজরায়েলকে বলে সাফ জানিয়েছেন হক ৷ রাষ্ট্রসংঘের তরফে সেরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

গাজার দক্ষিণ অংশে রাফা দখলের সিদ্ধান্ত ইজরায়েলর বেশ কিছুদিনের ৷ সেকারণে রাষ্ট্রসংঘের নিষেধ সত্ত্বেও গত সপ্তাহ থেকে রাফায় হামলা শুরু করেছে ইজরায়েল ডিফেন্স ফোর্স ৷ কয়েকদিন আগে সেই এলাকা থেকে প্যালেস্তিনীয়দের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয় ইজরায়েল সরকার ৷ প্যলেস্তিনীয়দের আশ্রয়ের জন্য মুয়াজি এলাকায় থাকার ব্যবস্থা করা হবে বলে জানায় ইজরায়েল ৷ যদিও প্রথম থেকে এই হামলা নিয়ে তীব্র আপত্তি জানায় হোয়াইট হাউস ৷ জো বাইডেন সরকার চান, ইজরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি সাক্ষরিত হোক ৷ কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের দাবি, হামাস তাদের সেই সিদ্ধান্তে একমত হবে না ৷ এরপরই রাফায় হামলা চালায় আইডিএফ ৷ ঘটনার তীব্র প্রতিবাদ করে ইজরায়েলকে অস্ত্র সাহায্য থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.