ETV Bharat / entertainment

আসছে কাজী নজরুল ইসলামের বায়োপিক, নাম ভূমিকায় কিঞ্জল নন্দ - Kazi Nazrul Islam Biography

Kinjal Nanda as Kazi Nazrul Islam: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পর এবার সিনেমার পর্দায় আসছে কাজী নজরুল ইসলামের জীবনী ৷ নাম ভূমিকায় দেখা যাবে চিকিৎসক-অভিনেতা কিঞ্জল নন্দকে ৷

Kazi Nazrul Islam
আসছে কাজী নজরুল ইসলামের বায়োপিক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 7:38 PM IST

কলকাতা, 15 মে: দর্শকের দরবারে এবার 'বিদ্রোহী কবি' কাজী নজরুল ইসলামের বায়োপিক। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন চিকিৎসক তথা অভিনেতা কিঞ্জল নন্দ। ছবিটির পরিচালক আব্দুল আলিম। 'কাজী নজরুল ইসলাম' নামের এই ছবিতে বিদ্রোহী কবির শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। নজরুলের এই বায়োপিকে থাকবেন আরও একঝাঁক তারকা। যদিও তাঁদের নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি ৷

পরিচালক আব্দুল আলিম বলেন, "এই ছবিটি নিয়ে আমরা খুব একটা তাড়াহুড়ো করতে চাই না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের সবটাই তুলে ধরা হবে এই ছবিতে ৷ আমরা প্রতিটি দিক নিখুঁত ভাবে রিসার্চ করছি। ছবিতে কিঞ্জল নন্দকে প্রাণবন্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রূপে দেখতে পাবেন দর্শক।"

অভিনেতা কিঞ্জল নন্দ জানান, শীতকালে এই ছবির শুটিং শুরু হবে। ছবিতে অনেকটা 'প্রস্থেটিক' মেকআপ ব্যবহার করা হবে। বহু ঐতিহাসিক চরিত্র এই ছবিতে জীবন্ত হয়ে উঠবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই পর্দায় কবি কাজী নজরুল ইসলামের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য বর্তমানে নজরুল ইসলামকে নিয়ে পড়াশুনা করছেন অভিনেতা কিঞ্জল।

বাংলা ও বাংলার বাইরে এই ছবির শুটিং হবে অনেকটা সময় ধরে। ছবির চিত্রনাট্য লিখছেন সৌগত বসু। বর্তমানে সেই কাজ প্রায় শেষ। ছবি তৈরির আগে যাতে গবেষণায় কোনও খামতি না থাকে, তার জন্য প্রথম থেকেই সচেতন গোটা টিম ৷ ছবির একটা বড় অংশ জুড়ে থাকবে গান। জানা গিয়েছে, এই ব্যাপারে কথা চলছে সঙ্গীত পরিচালক জয় সরকারের সঙ্গে। ছবির সম্পাদনায় অর্ঘকমল মিত্র।

উল্লেখ্য, 1899 খ্রিষ্টাব্দের 24 মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে বাঙালি-মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম ৷ ছোট বয়স থেকেই লোকশিল্পের প্রতি তিনি আকৃষ্ট ছিলেন ৷ অল্প বয়সে নাট্যদলের জন্য লোকসঙ্গীত রচনা করেন ৷ এর মধ্যে রয়েছে 'চাষার সঙ', 'শকুনীবধ', 'রাজা যুধিষ্ঠিরের সঙ', 'দাতা কর্ণ', 'আকবর বাদশাহ', 'কবি কালিদাস', 'বিদ্যাভূতুম', 'রাজপুত্রের গান', 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' এবং 'মেঘনাদ বধ' ৷ নজরুল কালীদেবীকে নিয়ে প্রচুর শ্যামা সঙ্গীতও রচনা করেন ৷ 1922 খ্রিষ্টাব্দের 12 অগস্ট নজরুল 'ধূমকেতু' পত্রিকা প্রকাশ করেন।

আরও পড়ুন

1. মৃণাল সেনের জন্মদিনে হাজির পদাতিকের টিজার, কী বলছেন কুশীলবেরা ?

2. 'অনেক বকা খেয়েছি', মৃণাল সেনের 101তম জন্মদিনে গুরুর স্মৃতিতে ডুব শিষ্য অঞ্জনের

3. জুলাইতে শহরে নয়া গোয়েন্দা, রহস্য উন্মোচনে আসছেন জীতু কমল

কলকাতা, 15 মে: দর্শকের দরবারে এবার 'বিদ্রোহী কবি' কাজী নজরুল ইসলামের বায়োপিক। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন চিকিৎসক তথা অভিনেতা কিঞ্জল নন্দ। ছবিটির পরিচালক আব্দুল আলিম। 'কাজী নজরুল ইসলাম' নামের এই ছবিতে বিদ্রোহী কবির শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। নজরুলের এই বায়োপিকে থাকবেন আরও একঝাঁক তারকা। যদিও তাঁদের নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি ৷

পরিচালক আব্দুল আলিম বলেন, "এই ছবিটি নিয়ে আমরা খুব একটা তাড়াহুড়ো করতে চাই না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের সবটাই তুলে ধরা হবে এই ছবিতে ৷ আমরা প্রতিটি দিক নিখুঁত ভাবে রিসার্চ করছি। ছবিতে কিঞ্জল নন্দকে প্রাণবন্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রূপে দেখতে পাবেন দর্শক।"

অভিনেতা কিঞ্জল নন্দ জানান, শীতকালে এই ছবির শুটিং শুরু হবে। ছবিতে অনেকটা 'প্রস্থেটিক' মেকআপ ব্যবহার করা হবে। বহু ঐতিহাসিক চরিত্র এই ছবিতে জীবন্ত হয়ে উঠবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই পর্দায় কবি কাজী নজরুল ইসলামের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য বর্তমানে নজরুল ইসলামকে নিয়ে পড়াশুনা করছেন অভিনেতা কিঞ্জল।

বাংলা ও বাংলার বাইরে এই ছবির শুটিং হবে অনেকটা সময় ধরে। ছবির চিত্রনাট্য লিখছেন সৌগত বসু। বর্তমানে সেই কাজ প্রায় শেষ। ছবি তৈরির আগে যাতে গবেষণায় কোনও খামতি না থাকে, তার জন্য প্রথম থেকেই সচেতন গোটা টিম ৷ ছবির একটা বড় অংশ জুড়ে থাকবে গান। জানা গিয়েছে, এই ব্যাপারে কথা চলছে সঙ্গীত পরিচালক জয় সরকারের সঙ্গে। ছবির সম্পাদনায় অর্ঘকমল মিত্র।

উল্লেখ্য, 1899 খ্রিষ্টাব্দের 24 মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে বাঙালি-মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম ৷ ছোট বয়স থেকেই লোকশিল্পের প্রতি তিনি আকৃষ্ট ছিলেন ৷ অল্প বয়সে নাট্যদলের জন্য লোকসঙ্গীত রচনা করেন ৷ এর মধ্যে রয়েছে 'চাষার সঙ', 'শকুনীবধ', 'রাজা যুধিষ্ঠিরের সঙ', 'দাতা কর্ণ', 'আকবর বাদশাহ', 'কবি কালিদাস', 'বিদ্যাভূতুম', 'রাজপুত্রের গান', 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' এবং 'মেঘনাদ বধ' ৷ নজরুল কালীদেবীকে নিয়ে প্রচুর শ্যামা সঙ্গীতও রচনা করেন ৷ 1922 খ্রিষ্টাব্দের 12 অগস্ট নজরুল 'ধূমকেতু' পত্রিকা প্রকাশ করেন।

আরও পড়ুন

1. মৃণাল সেনের জন্মদিনে হাজির পদাতিকের টিজার, কী বলছেন কুশীলবেরা ?

2. 'অনেক বকা খেয়েছি', মৃণাল সেনের 101তম জন্মদিনে গুরুর স্মৃতিতে ডুব শিষ্য অঞ্জনের

3. জুলাইতে শহরে নয়া গোয়েন্দা, রহস্য উন্মোচনে আসছেন জীতু কমল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.